About Us

স্বাস্থ্য হলো আমাদের  এমন এক আত্মসম্পদ,যা সবারই আছে কিন্তু সেই স্বাস্থ্য রক্ষার তৎপরতা আজকাল কারো মধ্যে দেখাই যায় না, আর এই উদাসীনতা দেখে চিন্তা হাওয়া টা খুব বাঞ্চনীয় । এবং এর মূল কারণ টা কি জানেন ? এর কারণ হলো অধিকাংশ মানুষ শরীর সাস্থ্যের গুরুত্ত্বই বোঝেন না । একটা বিষয় ভেবে দেখেছেন কি? যে, শরীর সম্পদটাই যদি না থাকে তাহলে বাহ্যিক সাম্পদ কি কোনো কাজের ?

 

সুতরাং প্রথম করণীয় হলো স্বাস্থ্য  সম্পদকে রক্ষা করা, আর তার জন্যে প্রয়োজন স্বাস্থ্য ও পুষ্টি সম্বন্ধে সঠিক জ্ঞান আহরণ করা, কারণ সঠিক ও পুষ্টিকর খাদ্য এবং সঙ্গে বিশেষ নিয়মাবর্তীতাই মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে পারে ।

 

তাই আমাদের প্রধান লক্ষ্য হলো স্বাস্থ্য ও পুষ্টি সম্বন্ধে সঠিক জ্ঞান প্রতিটি মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, যাতে প্রতিটি মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে এবং রোগমুক্ত সুন্দর জীবন কাটাতে পারে ।

 

আমরা এখানে শুধুমাত্র স্বাস্থ্য ও পুষ্টি সম্বন্ধে তথ্য প্রদান করে থাকি কোনো পেশাদার চিকিৎসা পদ্ধতি নয় । যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আপনি অবশই আপনার ডক্টরের পরামর্শ নিন ।


ধন্যবাদন্তে–

Foodsবাংলা ।।

[newsletter]